০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
বসুরহাট-ঢাকা-বসুরহাট গামী  স্টারলাইন এসিবাসের যাত্রা শুরু
  • Updated Sep 17 2023
  • / 247 Read


বসুরহাট  প্রতিনিধি:

বসুরহাট-ঢাকা-বসুরহাট গামী এসিবাস সার্ভিসের যাত্রা শুরু করেছে স্টার লাইন স্পেশাল লিমিটেড।

শুক্রবার পবিত্র জুমা’র নামাজের পর স্টার লাইন হিফজুল কোরআন মাদরাসার শিক্ষানবীস হাফেজ, কোরআনের পাখিদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বসুরহাটের সম্মানিত যাত্রীদের সুবিধার্থে বসুরহাট-ঢাকা-বসুরহাট রুটের জন্য লাল-সবুজের পতাকা’র আদলে সাজানো নতুন এসি গাড়ি’র উদ্বোধন করার হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিচালক মাহমুদুল হক চৌধুরী মুনির, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, স্টার লাইন হিফজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ সাইফ, ফেনী বন্ধু মহল পরিষদের সহ-সভাপতি এম এস এপলু ভূইয়াসহ অনেকে।

Tags :

Share News

Copy Link

Comments *